শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা প্রেস,এম. মোশাররফ হোসাইন:-
শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর (শনিবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের ডিইউজে কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অমূল্য ভূমিকা তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর পৃথিবীর ইতিহাসের এক জঘন্য কালো অধ্যায়। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী ও কবি-সাহিত্যিক বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে জাতিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল। আজ আমরা তাদের গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করি যারা প্রাণ দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন।
বক্তারা আরও বলেন, বাঙালি জাতির দীর্ঘ মুক্তিসংগ্রামে এই বুদ্ধিজীবীরা মেধা, মনন ও লেখার মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন। দেখিয়েছেন মুক্তির পথ। গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য জুলাই গণঅভ্যুথানের বিপ্লবকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক শোকাবহ অধ্যায় এবং শহীদদের স্মৃতি অক্ষুণ্ণ রাখার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শাসন ও শোষণ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই স্বাধীন বাংলাদেশের মাটিতে কোন অন্যায় অবিচার দেখলে তা প্রতিরোধ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
নেতৃবৃন্দ বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে।
পরিশেষে শহীদ বুদ্ধিজীবী এবং জুলাই-আগস্টের গণঅভূত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিএফইউজে’র সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন ও সরদার ফরিদ, বিএফইউজে’র সহ-সভাপতি এ কে এম মহসীন, সহকারী মহাসচিব বাছির জামাল, নির্বাহী সদস্য মোদাব্বের হোসেন, ডিইউজে’র সহ-সভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক দিদারুল আলম, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, এম মোশাররফ হোসাইন, আবদুল্লাহ মজুমদার ও ফখরুল ইসলাম এবং সাবেক দপ্তর সম্পাদক ডি এম ওমর।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫