|
প্রিন্টের সময়কালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০৮:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০৬:২৫ অপরাহ্ণ

ক্ষমতাটা হাতে পেলে


ক্ষমতাটা হাতে পেলে


তাছলিমা আক্তার মুক্তা 



আমি যে ভাই দেশের জন্য 
কতো কিছু ভাবি , 
ক্ষমতাটা আমাকে দেন 
এটাই প্রাণের দাবি । 

 

ক্ষমতাটা হাতে পেলেই 
আর কে আমায় পাবে ? 
আমি একাই রাক্ষসে বোয়াল
তোরা কি আর খাবি । 

 

জমি কিনবো মির্জাপুরে 
ফ্ল্যাট করবো মতিঝিল , 
গাড়ি কিনবো দামি ব্যান্ডের
রেস্তোরাঁ খুলবো চলনবিল । 

 

ছেলে পড়াবো লন্ডনে আর 
মেয়ে পাঠাবো ইতালি , 
সৌদি আরবে হজ্জের শেষে
মোদির সাথে করবো মিতালি। 

 

চায়না পাঠাবো আমন্ত্রণ পত্র
অষ্ট্রেলিয়ায় চাইবো লোন , 
পাকিস্তানে ইসলামের দাওয়াত 
রাশিয়ার সুবিধা শোন । 

 

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান 
সবার সাথে করবো বন্ধুত্ব , 
বাংলাদেশের ইতিহাসে প্রথম 
আমি পাবো অমরত্ব ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫