ট্রাম্পের সঙ্গে কাজ করার অঙ্গীকার চীনের প্রেসিডেন্টের

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) সম্মেলনের ফাঁকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শনিবার শি জিন পিং বৈঠক করেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় একটি হোটেলে, যেখানে সাইবার অপরাধ, বাণিজ্য, তাইওয়ান এবং রাশিয়াসহ নানা মতবিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শি জিন পিং বলেন, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং টেকসই সম্পর্ক বজায় রাখতে চীনের লক্ষ্য অপরিবর্তিত।
জবাবে বাইডেন জানান, দুই নেতা সবসময় একমত না হলেও তারা অকপট ও খোলামেলা আলোচনার সুযোগ নিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫