|
প্রিন্টের সময়কালঃ ১৭ আগu ২০২৫ ০৩:৪৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ আগu ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ

ডলারে নয় এখন থেকে টাকায় কেনা যাবে রোমিং প্যাক


ডলারে নয় এখন থেকে টাকায় কেনা যাবে রোমিং প্যাক


বিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ আরও দ্রুত ও সহজ করলো মোবাইল অপারেটর কোম্পানি রবি। এখন থেকে বিশ্বের ৭০টিরও বেশি দেশে বাংলাদেশি টাকায় পাওয়া যাবে রবি ও এয়ারটেলের রোমিং সুবিধা।


বিদেশ ভ্রমণের সময় গ্রাহকরা সরাসরি তাদের মূল ব্যালান্স থেকে বাংলাদেশি টাকায় রোমিং প্যাক কিনতে পারবেন। ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ অ্যাপ ব্যবহার করে এটি কেনা যাবে। কোনো ক্রেডিট কার্ড বা ইন্টারন্যাশনাল পেমেন্টের প্রয়োজন হবে না।

 

 রবির করপোরেট অফিসে এ সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, গ্রাহকরা তাদের ভ্রমণের আগেই রোমিং প্যাক কিনে রাখতে পারবেন। তবে প্যাকটি গন্তব্যে পৌঁছানোর পর থেকে কার্যকর হবে।

 

সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্সিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ বলেন, নতুন রোমিং প্যাকগুলোতে আছে বেশি ডাটা, উন্নত ফিচার ও বাজারের সবচেয়ে আকর্ষণীয় মূল্য। ভ্রমণকারীদের সবচেয়ে স্মার্ট পছন্দ হবে এটি। এতে রয়েছে সাশ্রয়ী ডাটা বান্ডেল, কম্বো অফার এবং এশিয়া-স্পেশাল প্যাক। খুব সহজেই মাই রবি ও মাই এয়ারটেলের মাধ্যমে সুবিধাটি চালু করা যাবে।

 

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের যুগ্ম-পরিচালক শাহজাহান আলী বলেন, রবির এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশে লেনদেন সহজ ও স্বচ্ছ করতে চাই। রবির নতুন এ সুবিধা সে লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থানীয় মুদ্রায় রোমিং কেনার এই সুবিধা বাংলাদেশিদের ভ্রমণ আরও সহজ করবে এবং ইন্টারন্যাশনাল পেমেন্টের ওপর নির্ভরতা কমাবে।

 

শিহাব আহমাদ আরও বলেন, এটি বাংলাদেশের টেলিকম খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাংলাদেশি টাকায় রোমিং কেনার সুবিধা দিয়ে রবি গ্রাহকসেবা ও আর্থিক অন্তর্ভুক্তিতে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান মনি, উপ-পরিচালক ফারজানা রহমান, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ, হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী প্রমুখ।

 

রোমিং প্যাক ব্যবহারের নিয়মবৈধ পাসপোর্ট, ভিসা ও ট্রাভেল টিকিট (প্রয়োজনে) থাকলে খুব সহজেই ‘মাই রবি’ ও ’মাই এয়ারটেল’ অ্যাপ ব্যবহার করে রোমিং প্যাক কিনতে পারবেন গ্রাহকরা। প্রতি ভ্রমণে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং প্রতি বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত রোমিং প্যাক ব্যবহার করা যাবে। ‌‘মাই রবি’ ও ’মাই এয়ারটেল’ অ্যাপ থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন গ্রাহকরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫