|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৪ ০৫:৩৮ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ


প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ


ঢাকা প্রেস নিউজ
 

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ বাংলাদেশে সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে তাদিচ অধ্যাপক ইউনূসের নেতৃত্ব ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে তার প্রশংসা করেন।
 

বাংলাদেশকে সমর্থন প্রদানের আগ্রহ প্রকাশ করে সাবেক প্রেসিডেন্ট তাদিচ বলেন, "আমি এই দেশকে ভালোবাসি। আমি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি কি না, জানাবেন।"
 

বৈঠকে দুই নেতা বিভিন্ন ভূ-রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন।
 

এসময়, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত 'বে অব বেঙ্গল কনফারেন্স'ে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫