|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৯ অপরাহ্ণ

দৌলতদিয়ায় পিস্তলসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার


দৌলতদিয়ায় পিস্তলসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার


রাজবাড়ী প্রতিনিধি:-

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ আবুল হাসেম সুজন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড়মুরারীপুর গ্রামের বাসিন্দা ও রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি।
 

পুলিশ সূত্রে জানা যায়, আবুল হাসেম সুজন ২০১৮ সালে সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবদল থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে বিভিন্ন ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন।
 

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, শনিবার রাত ৩টার দিকে থানার সাব-ইন্সপেক্টর মো. ফরিদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর একটি কক্ষে অভিযান চালায়। এসময় ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আবুল হাসেম সুজনকে আটক করা হয়।
 

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫