ঢাকায় জাকির নায়েকের সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন। সম্প্রতি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এই তথ্য জানালেও, তার সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। এমন কোনো তথ্য আমার কাছে নেই। বিষয়টি আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম।”
তিনি আরও বলেন,
“নির্বাচনকালীন সময়ে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকবে। সরকার এমন কাউকে আমন্ত্রণ জানাতে চায় না, যার কারণে অহেতুক বিতর্কের সৃষ্টি হতে পারে।”
এ সময় চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন,
“বাংলাদেশ চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।”
এছাড়া, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বন্ধুরাষ্ট্রগুলোর কোনো সংশয় নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫