ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

ঢাকা প্রেস নিউজ
ইসলামের স্বার্থে মতপার্থক্য থাকা সত্ত্বেও ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনের বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের সমাজে ভালোগুণের অভাব দেখা দিয়েছে, বিশেষ করে শিষ্টাচারের। শিশু থেকে বৃদ্ধ—সবার মধ্যেই শিষ্টাচারের ব্যাপক অভাব পরিলক্ষিত হচ্ছে।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী পশ্চিমা সংস্কৃতি বাস্তবায়নের জন্য কাজ করছে, যারা ইসলামের কৃষ্টি-কালচারকে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে কোরআনের শিক্ষাকে ধারণ, প্রচার এবং প্রতিষ্ঠিত করা অত্যন্ত জরুরি। ঘরে-বাইরে, আইন-সংবিধান ও সংসদসহ সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে আমাদের ভিনদেশি সংস্কৃতির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও উল্লেখ করেন, থার্টিফার্স্ট নাইটের নামে তরুণ সমাজ ভিনদেশি সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। এত প্রচারণা সত্ত্বেও থার্টিফার্স্ট নাইটে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিরা শব্দ সন্ত্রাসে মেতে ওঠেন, যা শত শত মানুষের কষ্টের কারণ হয়েছে।
এ সময় শায়খ আহমাদুল্লাহ সবাইকে ভিনদেশি অপসংস্কৃতি আমদানি থেকে বিরত থাকার এবং তা প্রতিরোধ করার আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫