কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন ও নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় জেলা মাসিক রাজস্ব সম্মেলন ও জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মশিউজ্জামান। সভায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার রাজস্ব আদায়ের অগ্রগতি, ইজারা কার্যক্রম, ভূমি সংক্রান্ত মামলার বর্তমান অবস্থা এবং অন্যান্য রাজস্ব বিষয়ক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক চলমান কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এ সময় সরকারি রাজস্ব আদায় আরও জোরদার করতে সকল সংশ্লিষ্ট কর্মকর্তাকে তৎপর থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভূমি উন্নয়ন কর আদায় ও দাবি, নামজারি মোকদ্দমার অগ্রগতি, ভূমি অফিসের সার্বিক ব্যবস্থাপনা, খাসজমি বন্দোবস্ত ও উদ্ধার সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্মেলনের অংশ হিসেবে জেলা নদী রক্ষা কমিটির সভাও অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মশিউজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ারসহ বিভিন্ন উপজেলার ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
নদী রক্ষা কমিটির সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, গোমতী নদীর আইল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী ইতোমধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং মরা গোমতী নদীতে অবৈধ দখলদারদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও সভায় জানানো হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫