পূর্ব তিমুরে ব্যাবসায়িক বিনিয়োগ ও উন্নয়নে বাংলাদেশ অংশীদার হবে: পূর্ব তিমুরের অনারারি কনসাল (সম্মানসূচক বাণিজ্য দূত) কুতুবউদ্দিন আহমেদ

ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-
১৫ ডিসেম্বর , রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিমুর-লেস্তের পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী বেনডিটো দস সান্তোস ফ্রেইতাস ও পূর্ব তিমুরের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ এর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ সময় তিমুর - লেস্তের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদল পূর্ব তিমুরের অনারারি কনসাল (সম্মানসূচক বাণিজ্য দূত) হিসেবে কুতুবউদ্দিন আহমেদকে ব্যাবসায়িক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে সহযোগীতার আহবান জানিয়েছেন।
এসময় পূর্ব তিমুরের অনারারি কনসাল (সম্মানসূচক বাণিজ্য দূত) কুতুবউদ্দিন আহমেদ বলেন, টেক্সটাইল, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, নির্মাণ শিল্প, সিরামিক, বিমান চলাচলসহ বিভিন্ন শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্টতার সম্ভাবনা রয়েছে দুই দেশের। দ্বিপাক্ষিক বানিজ্য, উন্নয়নের মাধ্যমে যেমন বাংলাদেশ তিমুরের উন্নয়নে অংশীদার হবে তেমনিভাবে আঞ্চলিক বানিজ্য ও বিনিয়োগ খাতে বাংলাদেশও লাভবান হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫