|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ অক্টোবর ২০২৪ ০৮:৪৮ অপরাহ্ণ

পদ্মায় ইলিশ শিকারের উৎসব: আইনের চোখ ফাঁকি দিয়ে চলছে অবাধ শিকার


পদ্মায় ইলিশ শিকারের উৎসব: আইনের চোখ ফাঁকি দিয়ে চলছে অবাধ শিকার


ঢাকা প্রেস
রাজবাড়ী প্রতিনিধি:-


 

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা সত্ত্বেও পদ্মা নদীতে ইলিশ শিকার চলছে অবাধে। প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও দিনের আলোতেই জেলেরা নৌকা নিয়ে মাছ শিকার করছে এবং নদী তীরে সেগুলো বিক্রি করছে।
 

সোমবার (২১ অক্টোবর) রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এই চিত্র স্পষ্ট দেখা গেছে। নিষিদ্ধ সময়েও জেলেরা ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পাবনা জেলার চরে গিয়ে জাল ফেলে মাছ ধরে আনছে।
 

স্থানীয়রা জানিয়েছেন, এ বছর মা ইলিশ সংরক্ষণ অভিযান ঢিলেঢালাভাবে চলছে। মৎস্য বিভাগ ও প্রশাসনের টহল না থাকায় জেলেরা বেপরোয়া হয়ে উঠেছে। নদীতে শত শত জেলে ইলিশ শিকারে নেমে পড়েছে।
 

সরেজমিনে দেখা গেছে, হাবাসপুর ও দেবগ্রাম এলাকায় নদী তীরে ইলিশের হাট বসেছে। ১ কেজি ইলিশের দাম ১ হাজার থেকে ১৩ শ' টাকা এবং ছোট ইলিশ ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এমনকি শহরেও চোরাই ইলিশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে।
 

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে অভিযান চালিয়ে কয়েকজন জেলেকে গ্রেফতার করা হয়েছে এবং অবৈধ জাল জব্দ করা হয়েছে। তবে জেলেরা বিভিন্ন কৌশলে আইন এড়িয়ে চলছে।
 

এ অবস্থায় মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫