|
প্রিন্টের সময়কালঃ ১০ মে ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ

কৃষি ব্যাংকের দুই ব্যবস্থাপকসহ ৩ কর্মকর্তা আত্মসাতের অভিযোগে কারাগারে


কৃষি ব্যাংকের দুই ব্যবস্থাপকসহ ৩ কর্মকর্তা আত্মসাতের অভিযোগে কারাগারে


ঢাকা প্রেস নিউজ

কৃষি ব্যাংকের প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যবস্থাপকসহ ৩ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

সোমবার (১ জুলাই) দুপুরে খুলনার সিনিয়র বিশেষ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা বেগম শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান ও সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
 

মামলার আসামিরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ফুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কেএম জাকারিয়া ও পরিদর্শক সৈয়দ হাসমত আলী।
 

  • অভিযোগ:
    • আসামিরা পরস্পর যোগসাজসে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩২টি ঋণের বিপরীতে ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন।

       
  • আইনি পদক্ষেপ:
    • ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের ২০২১ সালের ২৭ জানুয়ারি বিশেষ জেলা জজ আদালতে মামলা দায়ের করেন।

সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫