কিশোরগঞ্জে ঈদ পূণর্মিলনী ও বন্ধু মহলের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ডিআইজি হারুন অর রশীদের

কিশোরগঞ্জে ঈদ পূণর্মিলনী ও বন্ধু মহলের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ডিআইজি হারুন রশীদ।
ঢাকা প্রেস নিউজনি
জস্ব প্রতিবেদক....
ঈদের আনন্দে মুখরিত কিশোরগঞ্জে বন্ধু মহল ও ঈদ পূণর্মিলনী উদযাপনের আয়োজনে এক আর্কষণীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
প্রধান অতিথি ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদ এই ধরণের আয়োজনের প্রশংসা করেন এবং তরুণদের মধ্যে ঐক্য ও বন্ধুত্ব বৃদ্ধিতে এর ভূমিকার কথা তুলে ধরেন। তিনি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনের গুরুত্বের উপরও জোর দেন।
কিশোরগঞ্জে ঈদ পূণর্মিলনী ও বন্ধু মহলের আয়োজনে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বেশ আকর্ষণীয় ও সফল। এটি এলাকার মানুষের মধ্যে ঈদের আনন্দ ও উৎসাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫