|
প্রিন্টের সময়কালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৮ অপরাহ্ণ

সচিবালয়ের সামনে থেকে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সরিয়ে দিল পুলিশ


সচিবালয়ের সামনে থেকে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সরিয়ে দিল পুলিশ


ঢাকা প্রেস নিউজ
 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত (ঢাকা ও চট্টগ্রাম বিভাগের) প্রার্থীরা নিয়োগ বাতিলের প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পুলিশ বাঁশি বাজিয়ে এবং ঢাল হয়ে সামনে এগিয়ে গেলে আন্দোলনকারীরা জিরো পয়েন্টের দিকে সরে যান।
 

গত বছরের অক্টোবরে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল। তবে আজ হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ কোটা পদ্ধতি অনুসরণ না করায় প্রকাশিত ফল বাতিল করে দেন।
 

এরপরই চাকরিপ্রত্যাশীরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা পৌনে ১টার দিকে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।
 

সচিবালয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের অতিরিক্ত কমিশনার ফারহানা মৃধা জানান, আন্দোলনকারীরা সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেওয়ার পর পরিস্থিতি বিবেচনায় গেটগুলো বন্ধ করা হয়। তিনি আরও জানান, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫