|
প্রিন্টের সময়কালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ০৭:৩৩ অপরাহ্ণ

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন বাংলাদেশি


লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন বাংলাদেশি


ঢাকা প্রেস নিউজ

 

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় আরও ৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছান।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া এবং দেশে ফিরতে আগ্রহী ৫৭ জন বাংলাদেশি নাগরিককে কাতার এয়ারওয়েজের কিউআর ৬৪০ ফ্লাইটে সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।
 

এ উদ্যোগ বাস্তবায়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস (বৈরুত), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করেছে।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত লেবানন থেকে মোট ১৮টি ফ্লাইটের মাধ্যমে ১ হাজার ১৯৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
 

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের সরকার নিজ খরচে ফেরানোর ব্যবস্থা করছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস তাদের নিরাপদ প্রত্যাবর্তন এবং সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫