|
প্রিন্টের সময়কালঃ ২৪ আগu ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ আগu ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড  বসত ও ভাড়া বাড়িতে আগুন, কোটি টাকারক্ষতি


সীতাকুণ্ডের বাড়বকুণ্ড  বসত ও ভাড়া বাড়িতে আগুন, কোটি টাকারক্ষতি


সীতাকুণ্ড প্রতিনিধিঃ-

 

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে রঙ্গিপাড়া এলাকায় আলী আকবর এর বসত বাড়ি ও ভাড়া বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ টি ঘর পুড়ে কোটি টাকার সম্পদ ক্ষ তি হয়েছে।

শনিবার (২৩আগস্ট) বিকেল ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ৪টি ঘরের  আসবাবপত্র স্বর্ণ অলঙ্কার, নগদ অর্থ, মূল্যবান কাগজপত্রসহ বসতবাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে   সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট তাৎক্ষানিক ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছি। বাড়ীর লোকজন জানায়, আগুন লাগার সাথে সাথে  মুহূর্তের মধ্যে বসত বাড়ির প্রতিটি রুমে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বাড়ির মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস পৌঁছার পর আগুন নিয়ন্ত্রণে আসে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫