|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুলাই ২০২৫ ০৫:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৫ ০৭:৩৩ অপরাহ্ণ

গোপালগঞ্জের ঘটনায় তদন্তে সরকারের উচ্চপর্যায়ের কমিটি


গোপালগঞ্জের ঘটনায় তদন্তে সরকারের উচ্চপর্যায়ের কমিটি


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গোপালগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীদের হামলা, সহিংসতা এবং প্রাণহানির ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে। কমিটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।

কমিটিকে ঘটনাগুলো বিস্তারিতভাবে তদন্ত করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনশৃঙ্খলা বজায় রাখা এবং বেআইনি কর্মকাণ্ড ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫