|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৫ অপরাহ্ণ

ঢাবি হলে হত্যাকাণ্ড: ৮ শিক্ষার্থী বহিষ্কৃত, নতুন প্রভোস্ট নিয়োগ


ঢাবি হলে হত্যাকাণ্ড: ৮ শিক্ষার্থী বহিষ্কৃত, নতুন প্রভোস্ট নিয়োগ


ঢাকা প্রেস
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:-



 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চুরি সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার পর হলের প্রভোস্টকে বদল করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের আবাসিক সিট বাতিল করা হয়েছে।
 

পূর্ববর্তী প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুমের স্থলাভিষিক্ত হয়েছেন ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা:

  • মো. মোত্তাকিন সাকিন শাহ (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান)
  • মো. জালাল মিয়া (পদার্থবিজ্ঞান)
  • সুমন মিয়া (মৃত্তিকা পানি ও পরিবেশ)
  • আল হোসাইন সাজ্জাদ (ভূগোল ও পরিবেশ)
  • মো. আহসান উল্লাহ (গণিত)
  • মো. ফিরোজ কবির (উদ্ভিদবিজ্ঞান)
  • মো. আবদুস সামাদ (পদার্থবিজ্ঞান)
  • ওয়াজিবুল আলম (সমুদ্রবিজ্ঞান)

সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫