|
প্রিন্টের সময়কালঃ ১৬ এপ্রিল ২০২৫ ০৬:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জানুয়ারি ২০২৫ ০২:১৩ অপরাহ্ণ

অপহৃত মাদ্রাসা শিক্ষার্থী কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২


অপহৃত মাদ্রাসা শিক্ষার্থী কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

.

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অষ্টম শ্রেণীর এক মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ করার ঘটনায়  ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
 

এ সময় অপহরণকারী দুই ব্যাক্তিকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করে আসামীদেরকে সোমবার বিকালে জেল হাজতে প্রেরণ করাফুলবাড়ী থানা হয়েছে।
 

পুলিশ ও ভোক্তভোগী জানায় উপজেলার খোচাবাড়ী এলাকার আব্দুস ছালামের ছেলে মজিবর রহমান লেবু (২৩) একই এলাকার খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ও ওই এলাকার মকবুল হোসেনের মেয়ে মোসলেমা খাতুন (১৪)কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরন করে নিয়ে গা ঢাকা দেয়।
 

এ নিয়ে মেয়ের পরিবার বিভিন্ন স্থানে খোঁজা খুজি করেও কোন সঠিক তথ্য না পেয়ে ফুলবাড়ী থানায় এক মাস আগে একটি জিডি করেন। এর মধ্যে ঢাকা কেরানীগঞ্জ এলাকায় ভিকটিমসহ অপহরণকারীরা সেখানে বসবাস করছেন বলে মেয়ে বাবা বিষয়টি গত বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় জানায়। পরে ফুলবাড়ী থানার পুলিশ ঢাকা কেরানীগঞ্জ মডেল থানায় বিষয়টি অবগত করে সেখান অভিযান চালায়। অভিযান চালিয়ে রবিবার রাতে অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার করে সোমবার সকালে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। এ সময় অপরহণকারী মজিবর রহমান লেবু ও তার বাবা আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়।

ফ্যামিলি ট্যুর প্যাকেজ মকবুল হোসেন জানান, মেয়েকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। খোজ নিয়ে দেখি ঢাকা কেরানীগঞ্জ এলাকা বসবাস করছেন। পরে পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে ৪ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

 

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান ভিকটিমকে উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মেয়ে বাবা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মেয়েকে ডাক্তারী পরীক্ষা করার জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫