|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৪ ০৭:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২


কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শনিবার রাতে এবং রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনাগুলো ঘটে।

 

শনিবার রাতে চকরিয়ার হারবাং ইউনিয়নের ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদরাসার সামনে একটি লরির ধাক্কায় দুটি মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মোহাম্মদ সোহেল (২২) এবং মোহাম্মদ রিফাত (২২)।
 

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

রোববার সকাল ৯টার দিকে চকরিয়ার নলবিলা খাদ্যগুদামের সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে। ইটভর্তি একটি মিনি ট্রাক মোটরসাইকেলে চাপা দিলে বায়োফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ বোরহান উদ্দিন (৪২) নিহত হন। এ ঘটনায় আহত হন সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার মো. গিয়াস উদ্দিন (৪২) এবং বায়োফার্মার রিজিওনাল সেলস ম্যানেজার এস.এম. আলমগীর (৪৫)।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শিলখালী থেকে মোটরসাইকেলে চকরিয়ার উদ্দেশে রওনা দেন বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিন ও আলমগীর। নলবিলা খাদ্যগুদামের সামনে পেছন থেকে মিনি ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বোরহান উদ্দিন মারা যান।

 

আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
 

ওসি মো. আরিফুল আমিন বলেন, “দুর্ঘটনার পর হতাহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বোরহান উদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনের চিকিৎসা চলছে।”
 

তিনি আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ী মিনি ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫