|
প্রিন্টের সময়কালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০৫:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ

বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত


বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত


মাসুম বিল্লাহ,বরিশাল ব্যুরো:

 

বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে কৃষক-কৃষাণীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবি মৌসুম ২০২৫-২৬ উপলক্ষে বাংলাদেশের চার অঞ্চলে বাস্তবায়নাধীন এই কর্মসূচির আওতায় রোববার (৪ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
 

প্রশিক্ষণে আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমনসহ রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে টুমচর এলাকার ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে বরিশাল সদর উপজেলার মোট ৩৬০ জন কৃষক-কৃষাণী এ প্রশিক্ষণের আওতায় আসবেন বলে জানানো হয়।
 

কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ আফরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল-মনির, উপসহকারী কৃষি কর্মকর্তা আর এম মেজবাহ উদ্দিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুজ্জামান।
 

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষ করে তুললে দেশের কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে।
 

প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল সদর। অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬