|
প্রিন্টের সময়কালঃ ০৪ নভেম্বর ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৫ ০৭:৩৩ অপরাহ্ণ

চারঘাটে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু


চারঘাটে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু


রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন থানাপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ ইসলাম (১৭) এবং একই গ্রামের ইসরাফিল হকের ছেলে রিহান ইসলাম (১৭)। তারা দুজনই সদ্য ২০২৫ সালে এসএসসি পাস করেছিলেন। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বড়াল নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ফুটবল খেলা শেষে মাহিদ ও রিহানসহ ১০–১২ জন বন্ধু মিলে বাড়ির পাশের বড়াল নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে মাহিদ ও রিহান পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাদের না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় বিকেল সাড়ে ৪টার দিকে তাদের উদ্ধার করে। চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
 

একই গ্রামের দুই তরুণের অকাল মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। নিহত মাহিদের পিতা সাজ্জাদ হোসেন শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহতদের দুই পরিবারের স্বজনরাও বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।
 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি একটি অপমৃত্যু হিসেবে থানায় নথিভুক্ত করা হয়েছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫