|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ০৩:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুম্ভমেলা


চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুম্ভমেলা


মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি —


 

চট্টগ্রামের বাঁশখালীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক কুম্ভমেলা। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ঋষিধাম প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
 

আয়োজক সূত্র জানায়, ১১ দিনব্যাপী এই কুম্ভমেলা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মীয় পূজা-অর্চনা, আরতি, নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা সভা ও শোভাযাত্রাসহ নানা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী দেশ থেকে ভক্ত ও সাধু-সন্ন্যাসীরা মেলায় অংশ নিয়েছেন।
 

কুম্ভমেলাকে ঘিরে বাঁশখালীসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। মেলায় আগত দর্শনার্থীদের জন্য সুপেয় পানি, চিকিৎসা সেবা ও যাতায়াত ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
 

ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হওয়া এই কুম্ভমেলা চট্টগ্রামের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। আয়োজকরা আশা করছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এবারের কুম্ভমেলা সফলভাবে সম্পন্ন হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬