|
প্রিন্টের সময়কালঃ ১২ মে ২০২৫ ০৮:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৩:৫২ অপরাহ্ণ

বান্দরবানে পাহাড় থেকে তামাক চাষিসহ ৯ জন অপহৃত


বান্দরবানে পাহাড় থেকে তামাক চাষিসহ ৯ জন অপহৃত


বান্দরবান সংবাদদাতা:-

 

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তামাক চাষিসহ ৯ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোররাতে লামা উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকার একটি খামারবাড়ি থেকে এ অপহরণের ঘটনা ঘটে।
 

অপহৃতদের মধ্যে দুইজন তামাক চাষি—আল আমিন ও ভুট্টো—এবং বাকি সাতজন খামারের শ্রমিক। তাৎক্ষণিকভাবে শ্রমিকদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মুক্তিপণের দাবি পাওয়া যায়নি।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, সরই ইউনিয়নের লুলাইন এলাকায় তামাক খেতে কাজ শেষে শ্রমিকরা খামার ঘরে রাতযাপন করছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা হঠাৎ হামলা চালিয়ে তাদের অপহরণ করে নিয়ে যায়। দুর্গম ও মোবাইল নেটওয়ার্কবিহীন এলাকায় ঘটনা ঘটায় তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানতে পারেনি। পরে সকালবেলা বিষয়টি জানাজানি হয়।
 

গজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উশৈথোয়াই মার্মা জানান, “এলাকায় একের পর এক অপহরণের ঘটনায় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগেও এ এলাকায় দুই দফায় অপহরণের ঘটনা ঘটেছে।”
 

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই তাদের উদ্ধার সম্ভব হবে।”
 

উল্লেখ্য, এর আগেও একই ইউনিয়নে পৃথক দুই দফায় ১৪ জন এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে ২৬ জনকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। পরবর্তীতে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫