সবার ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ধর্ম উপদেষ্টা

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (পটুয়াখালী):-
দেশের বর্তমান পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (৩০ ডিসেম্বর) পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, "আমাদের সরকারের মেয়াদ স্বল্প, তাই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এজন্য, এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। অন্যথায়, যেকোনো সময় সাম্প্রদায়িক শক্তি একত্রিত হয়ে আমাদের অর্জিত সাফল্যগুলোকে ধ্বংস করে দিতে পারে।"
তিনি আরও বলেন, "আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি—কখনো মাজারে আক্রমণ, কখনো সড়কে বিক্ষোভ, কখনো সচিবালয়ে অগ্নিসংযোগ, আবার কখনো আনসার বাহিনীর বিদ্রোহ। তবে আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমরা প্রতিটি চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করছি।"
ওই সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের সদস্য আলহাজ মাওলানা শাহ মো. নেছারুল হক। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শাহ মো. নিজামুল হক এবং টেংরাখালী দরবার শরীফের পরিচালক মাওলানা শাহ মো. নেয়ামুল হকসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫