গুলশানে যুবদলের নামে চাঁদাবাজি: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ
গুলশানে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) রাতে গুলশান-২ এলাকায় এই ঘটনা ঘটে। গুলশান থানা ছাত্রলীগের এক নেতা সাব্বিরসহ তার সহযোগীরা মোস্তাফিজুর রহমান সিজারের বাড়িতে গিয়ে যুবদলের নামে চাঁদা দাবি করেন। পরে স্থানীয়রা তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল জানান, বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে তিনি এই চাঁদাবাজির খবর পান। তিনি বলেন, "আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিই এবং গ্রেপ্তারের ব্যবস্থা করি।"
গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) আনোয়ার হোসেন খান ঘটনাটি নিশ্চিত করে বলেন, "আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫