বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৩১ ভারতীয় জেলে আটক

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-
বাংলাদেশ নৌবাহিনী গত মঙ্গলবার (১৫ অক্টোবর) কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ৩১ জন ভারতীয় জেলেসহ দুটি ট্রলিং জাহাজ আটক করেছে। বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মৎস্য শিকার করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্যে সরকার ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা অমান্য করে ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করেছিল। দীর্ঘদিন ধরেই বাংলাদেশি জেলেরা এই অবৈধ কার্যকলাপের অভিযোগ করে আসছিল।
আটককৃত জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলায়। বুধবার (১৬ অক্টোবর) পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনে নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫