|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ মে ২০২৪ ০১:৩৫ অপরাহ্ণ

বন্যার পূর্বাভাস সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি


বন্যার পূর্বাভাস সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে বন্যার পূর্বাভাস সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

কুড়িগ্রামে ৪ টি উপজেলার ২২ টি ইউনিয়নের ৪৪ জনকে নিয়ে বন্যার পূর্বাভাস ও সতর্কতা সম্পর্কিত দু’দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, আরডিআরএস’র ইমার্জেন্সি এন্ড হিউমেন্টেরিয়ান কোঅর্ডিনেটর তপন কুমার সাহা, ট্রান্সবাউন্ডারী প্রকল্পের প্রোজেক্ট অফিসার শাহজাহান, ট্রোসা প্রকল্পের প্রোজেক্ট অফিসার জান্নাতুন নাঈম মনিরা প্রমুখ।

 

এ সময় কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের বেল্টে অবস্থিত নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী উপজেলার ২২ টি ইউনিয়ন থেকে ৪৪ জন স্বেচ্ছাসেবক নির্বাচন করে তাদেরকে বন্যা সম্পর্কিত তথ্যাদি ও সেবা প্রদানের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। যাতে বন্যা আসার সাথে সাথে ওইসব এলাকার বন্যা কবলিত জনগোষ্ঠী ও ভাঙন কবলিতদের সড়িয়ে আনা যায় এবং প্রয়োজনীয় সাপোর্ট প্রদান করা যায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫