মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬টায় সাইট ব্রিজ হয়ে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে বনভোজনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়।

বনভোজনের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা ধানুয়া কামালপুর ১১ নম্বর সেক্টর, স্থলবন্দর, লাউচাপড়া এবং গজনী অবকাশ কেন্দ্রের নৈসর্গিক ও মনোরম দৃশ্য উপভোগ করেন। যাত্রাপথে বৈষ্টপপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করা হয়। পরে গজনী অবকাশ কেন্দ্রে মধ্যাহ্নভোজ শেষে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন উপভোগ করেন প্রেসক্লাবের সদস্যরা। সন্ধ্যার আগেই পিকনিক স্পট থেকে জামালপুর হয়ে মাদারগঞ্জের উদ্দেশ্যে ফেরেন তাঁরা।

এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ (আজকালের খবর), সহসভাপতি আবদুল আজিজ জামালী (দৈনিক সংগ্রাম), সাধারণ সম্পাদক মো. রফিকুল বারী (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (ঢাকার ডাক), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খান (মুক্তকাল), অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম মুছা (প্রভাতী বাংলাদেশ), দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত (দিগন্ত টেলিভিশন), প্রচার সম্পাদক মো. আলমগীর হোসাইন হৃদয় (জেএ টিভি)সহ সদস্য ইউসুফ আলী (স্বাধীন কাগজ), শাহিন আলম মিলন (দেশ সেবা), মুহাম্মদ তোফায়েল হোসেন মুকুল (আজকের বাংলা) ও সুজন আহমেদ (ঢাকা প্রতিদিন) উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, বনভোজনের দ্বিতীয় পর্বে আগামী রোববার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬