সীমান্তে ৬ কোটি টাকার সোনা ফেলে পালাল চোরাকারবারি

ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৩১টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সোনার বার ফেলে পালিয়ে যায় এক চোরাকারবারি।
শনিবার (২৬ জুলাই) ভোরে কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল চালানোর সময় এক ব্যক্তিকে তিনটি পোটলা হাতে নিয়ে ভারতের দিকে অগ্রসর হতে দেখে। সন্দেহভাজন ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পোটলাগুলো ফেলে দ্রুত সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া পোটলাগুলো তল্লাশি করে মোট ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম ওজনের ৩১টি সোনার বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক জানান, উদ্ধারকৃত সোনার বারগুলো মহেশপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫