|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মে ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ

বাংলাদেশে আসছেন তুর্কি অভিনেতা বুরাক অ্যাজিভিট


বাংলাদেশে আসছেন তুর্কি অভিনেতা বুরাক অ্যাজিভিট


বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তুরস্কের বাংলা ডাবিং করা সিরিজ ‘সুলতান সুলেমান’। এরপর আসে  ‘কুরুলুস উসমান’। দুটোতেই অভিনয় করে নজর কেড়েছেন তুরস্কের অভিনেতা বুরাক অ্যাজিভিট। ‘কুরুলুস উসমান’ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন বুরাক। বর্তমানে চলা এই সিরিজের কারণে তাকে নিজের নামের চেয়ে উসমান নামেই চেনেন বাংলাদেশের বেশির ভাগ মানুষ।

 

সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। তবে কবে বাংলাদেশে আসবেন সেই তারিখটি তখন জানায়নি বুরাক অ্যাজিভিট। এবার এ অভিনেতার বাংলাদেশে আসার দিনক্ষণ জানা গেছে। ১৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বুরাক নিজেই বলেন, ‘বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে আছি। 

 

আমার সব দর্শকদের বলছি, আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখো। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।’ এর আগে ১৬ মে এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে। 

 

প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার। ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক অ্যাজিভিটের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত অ্যাজিভিট ও মা শেয়হান অ্যাজিভিট। অভিনেতা বুরাক অ্যাজিভিট তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫