|
প্রিন্টের সময়কালঃ ০৯ মে ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মে ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ

চিলমারীতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিনব্যাপী হাতে-কলমে শিক্ষা সফর


চিলমারীতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিনব্যাপী হাতে-কলমে শিক্ষা সফর


হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-

 

কুড়িগ্রামের চিলমারীতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএসসি (অনার্স) ইন এগ্রিকালচার এবং বিএসসি (অনার্স) ইন ফিশারিজ প্রোগ্রামের লেভেল-১, সেমিস্টার-১-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি দিনব্যাপী হাতে-কলমে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

 


 

বুধবার (৭ মে) সকাল ১০টায় রাণীগঞ্জ ইউনিয়নের চর বনগ্রাম ও ফকিরহাট এলাকায় এ কার্যক্রম শুরু হয়। মোট ৫৬ জন শিক্ষার্থী এ সফরে অংশগ্রহণ করেন। তারা কৃষি ও মৎস্য বিভাগের বিভিন্ন প্রাকটিক্যাল বিষয়ে সরাসরি মাঠ পর্যায়ে প্রশিক্ষণ নেন ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
 

এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক জ্ঞানকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখা এবং ক্ষেত্রভিত্তিক দক্ষতা উন্নয়ন। সফরে শিক্ষার্থীরা চাষাবাদ পদ্ধতি, জলজ সম্পদ ব্যবস্থাপনা, কৃষকের অভিজ্ঞতা, প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব সমস্যা পর্যবেক্ষণের মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগ পান।
 

সফরস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন, “শুধু বইয়ের পাতা নয়, মাঠের অভিজ্ঞতাও একজন প্রকৃত পেশাজীবী হিসেবে গড়ে ওঠার ভিত্তি তৈরি করে।”
 

সফরে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও শিক্ষকগণও উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণমূলক কার্যক্রমে সরাসরি সহায়তা করেন এবং বাস্তব প্রেক্ষাপটে পাঠ্যবিষয়ের প্রয়োগ শেখান।
 

শিক্ষার্থীরা জানান, এই সফর তাদের শেখার আগ্রহকে নতুন মাত্রা দিয়েছে এবং পুস্তকীয় জ্ঞানের পাশাপাশি বাস্তব দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়ক হয়েছে। তাদের মতে, এমন উদ্যোগ আরও বাড়ানো উচিত, যাতে বিষয়ভিত্তিক জ্ঞান গভীরভাবে অনুধাবন করা সম্ভব হয়।
 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও এমন শিক্ষা সফরের আয়োজন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা কেবল পরীক্ষার জন্য নয়, বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের জন্যও প্রস্তুত হতে পারেন এবং নিজেদের পরিবার ও দেশের জন্য সেবা দিতে সক্ষম হন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫