|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৪:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ০৩:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামে আইনজীবী হত্যা, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৬


চট্টগ্রামে আইনজীবী হত্যা, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৬


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদীঘি এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (২৬ নভেম্বর) সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। এই ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অন্তত ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে।
 

বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভিডিও ফুটেজ থেকে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া, সংঘর্ষের সময় ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ২১ জনকে গ্রেপ্তার করেছে।
 

এছাড়া, দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ (ককটেল) সহ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকেও আটক করা হয়েছে।
 

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ নভেম্বর) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হলে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এই বিক্ষোভের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে, যার জেরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫