|
প্রিন্টের সময়কালঃ ০১ মে ২০২৫ ০৭:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৪ অপরাহ্ণ

নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্যের বিরোধিতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্যের বিরোধিতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


ঢাকা প্রেস নিউজ

 

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, "আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই।" এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা প্রত্যাখ্যান করেছে।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, "আওয়ামী লীগ একটি সংগঠন হিসেবে বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন করে তারা গত ১৬ বছর ধরে ক্ষমতায় থেকেছে। সর্বশেষ জুলাই মাসে পরিচালিত গণহত্যায় প্রায় দুই হাজার ছাত্রজনতা নিহত হন এবং ৩০ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হন। এছাড়াও, আওয়ামী লীগ বিগত তিনটি জাতীয় নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। একটি দল, যারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কলুষিত করেছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া মানে জনগণের আকাঙ্ক্ষার সাথে সরাসরি বিরোধিতা করা।"
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিরুদ্ধে অবস্থান করছে। নির্বাচনসহ যেকোনো প্রক্রিয়ায় আওয়ামী লীগের অংশগ্রহণ শহীদদের রক্তের প্রতি অবমূল্যায়ন হবে।"
 

এছাড়াও, তারা বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫