মা হলেন দীপিকা কাকর

মা হলেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর। আজ তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম। আজ সকালে ইনস্টাগ্রামে শোয়েব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ সকালে আমাদের ঘর আলো করে পুত্রসন্তান এসেছে। যদিও নির্ধারিত সময়ের আগেই সে পৃথিবীতে এসেছে, তবে চিন্তার কিছু নেই। আমাদের জন্য প্রার্থনা করবেন।’
এর আগে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, মা হওয়ার পরই অভিনয় থেকে বিদায় নেবেন তিনি।
সাক্ষাৎকারে এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘আমি অন্তঃসত্ত্বাকালীন অবস্থা উপভোগ করছি। প্রথম সন্তানের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি। আমি খুবই অল্প বয়সে অভিনয় শুরু করি। এরপর টানা ১০-১৫ বছর করে গেছি। যখন আমি অন্তঃসত্ত্বা হই, শোয়েবকে বলি, আর অভিনয় করতে চাই না। অভিনয় ছেড়ে পুরোপুরি গৃহিণী ও মা হয়ে থাকতে চাই।’
জনপ্রিয় টিভি সিরিয়াল ছাড়াও একটি হিন্দি সিনেমাতে দেখা গেছে দীপিকা কাকরকে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পলটন’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী দীপিকার। তবে এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালে রওনক স্যামসনের সঙ্গে বিয়ে হয় তাঁর। তবে সে সংসার ভেঙে যায় ২০১৫ সালে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫