কুড়িগ্রামে শিক্ষক-কর্মচারী মারধরের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের রৌমারীতে চাঁদাবাজি ও শিক্ষক-কর্মচারীদের মারধরের মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় আসামিকে কুড়িগ্রাম আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।
এর আগে রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় রৌমারী উপজেলা শহরের খাদ্যগুদাম চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলামের ছোট ভাই ফজলুল রহমান ফলু অভিযোগ করে বলেন, বড় ভাই আওয়ামী লীগের রাজনীতি করে চাঁদাবাজি, দুর্নীতি এবং কারও কোনোদিন ক্ষতি করেননি। দীর্ঘদিন তিনি ধর্মীয় কাজে নিয়োজিত। পুলিশ অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে দেন।
এসআই শাহাদত হোসেন বলেন, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর প্রধান শিক্ষক আব্দুল ওহাব বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫