ব্রহ্মপুত্রে বড়শিতে আটঁকালো সাড়ে ৯ কেজি চিতল

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে এক জেলের বড়শিতে বিশাল আকৃতির একটি চিতল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় সাড়ে ৯ কেজি।
সোমবার (৯জুন) চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ঘাট এলাকা থেকে মাছটি শিকার করেন বাবলু চন্দ্র (৪০) নামে এক জেলে।
জানা যায়, বাবলু চন্দ্র রমনা মডেল ইউনিয়নের সোনারি পাড়া হিন্দু গ্রামের ভবেশ চন্দ্রের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবি। সোমবার দুপুরে রমনা ঘাটে বড়শি নিয়ে মাছ শিকার করতে যান তিনি। এ সময় তার বড়শিতে বিশাল আকৃতির একটি চিতল মাছ ধরা পড়ে। মাছটির ওজন ৯ কেজি ৩০০ গ্রাম। পরে স্থানীয়রা মাছটি ৯০০টাকা কেজি দরে কিনে নেয়।
ব্রহ্মপুত্র নদ রক্ষা ও চর কল্যাণ আন্দোলনের আহ্বায়ক মাজু ইব্রাহীম ও স্থানীয় রতন চন্দ্র বলেন, চিতল মাছটি অনেক বড়। এমন বড় চিতল মাছ সচরাচর ধরা পড়ে না। নাব্যতা সংকটের কারণে মাছের আবাসস্থল ধ্বংসপ্রায়। দেশীয় মাছ রক্ষণাবেক্ষণ করতে হবে। তবে ব্রহ্মপুত্রে নদে এত বড় মাছ দেখে আমরা আসলেই উচ্ছ্বসিত।
মাছ শিকারি বাবলু চন্দ্র বলেন, আমরা পারিবারিকভাবে মৎস্য শিকারি। আমাদের মূল পেশা মাছ শিকার করা। বড় মাছ শিকার করলে ভালো লাগে। এর আগে গত বছর সাত কেজি ওজনের একটি চিতল মাছ পেয়েছিলাম। মাছটি প্রায় সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি করেছি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫