|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:২০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মে ২০২৩ ০৪:৪৫ অপরাহ্ণ

ফের বাংলাদেশি সিনেমায় কলকাতার দর্শনা বণিক


ফের বাংলাদেশি সিনেমায় কলকাতার দর্শনা বণিক


বাংলাদেশের শাকিব খানের সঙ্গে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। যদিও ‘অন্তরাত্মা’ নামের সিনেমাটি এখনও মুক্তি পায়নি। তবে এরইমধ্যে বাংলাদেশের আরেকটি সিওনেমায় কাজ করতে যাচ্ছেন ভারতের বাংলাভাষী এ অভিনেত্রী।

জানা গেছে, বাংলাদেশে ‘লিপস্টিক’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। আর মূখ্য অভিনেতা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন আদর আজাদ। ‘লিপস্টিক’ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন কামরুজ্জামান।


শাকিবের ব্যক্তি জীবনে তৃতীয়পক্ষকে নাক গলাতে না করলেন ডিপজলশাকিবের ব্যক্তি জীবনে তৃতীয়পক্ষকে নাক গলাতে না করলেন ডিপজল


র্শনা বলেন, অনেক আগেই সিনেমাটি নিয়ে কথা হয়েছে। গল্পটি শুনে বেশ ভালো লেগেছে। সবকিছু মিলে যাওয়াতে কাজটি করছি। শাকিব খানের পর নতুন নায়ক আদর আজাদের সঙ্গে দ্বিতীয়বার ঢাকার সিনেমায় কাজ করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে। ঢাকার দর্শকরা ভিন্ন স্বাদের একটি সিনেমা পেতে চলেছেন।

সিনেমার পরিচালক কামরুজ্জামান রুমান বলেন, অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘লিপস্টিক’ সিনেমার পরিকল্পনা করা। আশা করছি, দর্শকদের জন্য নতুন কিছু উপহার দিতে পারব। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫