|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৩ ০১:১১ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে ৬০তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে


যুক্তরাষ্ট্রে ৬০তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে


যুক্তরাষ্ট্রের মুসলিমদের নিয়ে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে কাজ করছে বেসরকারি সংস্থা ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (আইএসএনএ)। গত ১-৪ সেপ্টেম্বর এর ৬০তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিকাগো সিটির ইলিনয়ে আইএসএনএ-এর সম্মেলনে ২৫ হাজারের বেশি দর্শনার্থীর আগমন ঘটে। শিকাগোভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল ডাব্লিওজিএন এ তথ্য জানিয়েছে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘৬০ বছরের পরিষেবা : সামনে এগিয়ে চলার প্রেরণা’। এতে যুক্তরাষ্ট্রে মুসলিমদের আলোকিত ভবিষ্যৎ বিনির্মাণ এবং তাদের জন্য সংস্থাটির গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। সম্মেলনটি মুসলিমদের ধর্মীয় শিক্ষা, উদযাপন ও একত্র হওয়ার দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। ধর্মীয় আলোচনার পাশাপাশি তাতে পরিবেশ বিপর্যয়, মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু ও ফিলিস্তিন সংকটসহ আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়।


এতে বক্তা, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন। এবারের সম্মেলনে আলোচকদের মধ্যে ছিলেন ইউরোপ ও আমেরিকার প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে রয়েছেন ড. ইয়াসির কাদি, শায়খ হামজা ইউসুফ, ইমাম জায়েদ শাকির, শায়খ ড. আকরাম নদভি, উস্তাদ ইয়াহইয়া রুদুস, শায়খ ওয়ালিদ বাসয়ুনি, শায়খ আবদুল্লাহ ইদরিস আলী, ডালিয়া মুজাহিদ, উসতাদা ইয়াসমি মুজাহিদসহ ২১ জন ইসলামিক স্কলার্স।


সম্মেলনে আলোচনায় অংশ নেওয়া আমেরিকান ইসলামিক ইউনিভার্সিটির সহপ্রতিষ্ঠাতা ইমাম জায়েদ শাকির বলেছেন, ‘সব সম্প্রদায়ের এমন স্থানের প্রয়োজন রয়েছে, যেখানে তারা একত্র হওয়ার সুযোগ পাবে এবং অনুপ্রেরণা লাভ করবে হবে। তেমনি আইএসএনএ-এর সম্মেলনটি পারিবারিক পুনর্মিলনের মতো। 

এখানে আগত অনেককে আমি শিশুকাল থেকে দেখেছি। এখন তারা সমাজের জন্য কাজ করছে।’ ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (আইএসএনএ) উত্তর আমেরিকার মুসলিম অভিবাসীদের সর্ববৃহৎ সংগঠন। ১৯৬৩ সাল থেকে সংস্থাটি বার্ষিক সম্মেলনের আয়োজন করে আসছে। সে বছর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এ সম্মেলনের আয়োজন করেছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫