মুরাদনগরে বিশ্বনবীর (সঃ) জন্মদিনে জশনে জুলুছ উদযাপন

ঢাকা প্রেস
মুরাদনগর( কুমিল্লা) প্রতিনিধি:-
আরবের অসভ্য বর্বর জাতির মাঝে শান্তির বাহক হিসেবে ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ গোত্রের মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) নবীজির এই জন্মদিনই হচ্ছে" পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)।
সোমবার বিকেলে অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে,কুমিল্লা মুরাদনগরে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) জন্মদিন উপলক্ষে জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী শুভযাত্রা রেলী ও আলোচনা সভার আয়োজন করেছেন মুরাদনগর উপজেলার শাখার তরিকত ঐক্য পরিষদ।
এ রেলীতে শত শত মুসলমান অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে এসে মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।
এসময় বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা শাখার তরিকত ঐক্য পরিষদের সভাপতি মোঃ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি হালিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক মোক্তার,মুরাদনগর নবীপুর পূর্ব সভাপতি শফিক মাষ্টার,দপ্তর সম্পাদক আরিফ মাষ্টার।
এ সময় উপস্থিত ছিলেন কাঙ্গাল মনির, কোরবান মিয়া,শাহিন মিয়া কবির হোসেন,জসিম সেক্রেটারী,জাকির হোসেনসহ রাসূলে আশেকান ভক্তবৃন্দ। শুভযাত্রা বক্তব্য শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা হান্নান শাহ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫