|
প্রিন্টের সময়কালঃ ১০ নভেম্বর ২০২৫ ০৯:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৫ ০৪:০৭ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে বিএনপির দ্বন্দ্বে গুলি: যুবক নিহত, আরেকজন আহত


মুন্সীগঞ্জে বিএনপির দ্বন্দ্বে গুলি: যুবক নিহত, আরেকজন আহত


মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিএনপির দু’পক্ষের দ্বন্দ্বের জেরে আজ সোমবার ভোর ৬টার দিকে চরডুমুরিয়া গ্রামে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আরিফ মির (৩৫) নিহত হন এবং তাঁর চাচাতো ভাই ইমরান গুরুতর আহত হন। আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 

স্থানীয়দের বরাতে জানা গেছে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল, জাহাঙ্গীর ও খাইরুদ্দি গ্রুপের সঙ্গে নিহত আরিফের নেতৃত্বে থাকা আওলাদ হোসেনের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ ভোরে আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে একদল লোক তাদের ওপর হামলা চালিয়ে গুলি ছুঁড়ে।
 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানিয়েছেন, আরিফ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির বলেন, “উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ইউনিয়নের আধিপত্য নিয়েই তারা দীর্ঘদিন ধরে সংঘর্ষে জড়িত।”
 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
 

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানিয়েছেন, “ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫