|
প্রিন্টের সময়কালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০৮:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০৫:০১ অপরাহ্ণ

জন্মদিনে বাবাকে নিয়ে আবেগঘন বার্তা শামারুহর


জন্মদিনে বাবাকে নিয়ে আবেগঘন বার্তা শামারুহর


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭৮ বছর পূর্ণ করে ৭৯ বছরে পা রাখায় তাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে মির্জা শামারুহ। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাবার রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরেন।
 

পোস্টে শামারুহ লেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যৌবনের বড় একটি সময় দেশের সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছেন এবং জীবনের শেষ প্রান্তে এসেও গণতন্ত্রের জন্য দৃঢ় সংকল্পে লড়াই চালিয়ে যাচ্ছেন।

 


 

তিনি স্মৃতিচারণ করে বলেন, দুই বোন ছোট থাকতেই বাবা চাকরি ছেড়ে পরিবারের সঙ্গে ঢাকায় না থেকে ঠাকুরগাঁয়ে চলে যান। বছরের পর বছর বাবাকে কাছে না পেয়ে বড় হতে হয়েছে তাদের। সেই সময়টি ছিল কষ্টকর, তবু কখনো বাবাকে হতাশ হতে দেখেননি বলে উল্লেখ করেন তিনি।
 

শামারুহ আরও লেখেন, নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, পিএইচডি ও বিশ্বের নানা দেশে ভ্রমণের সুযোগ পেলেও তার বাবাও একজন শিক্ষক ছিলেন—যিনি সহজ জীবন বেছে নিতে পারতেন, কিন্তু দেশের মানুষের কল্যাণের জন্য কঠিন পথকেই গ্রহণ করেছিলেন।
 

ফেসবুক পোস্টে তিনি বাবার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ১১ বার কারাবরণ করতে হয়েছে, রাজনৈতিক সহিংসতায় তিনি আহত হয়েছেন এবং তার চরিত্র হননের চেষ্টাও হয়েছে। শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি রাজনীতিতে অটল রয়েছেন—এ নিয়ে কন্যা হিসেবে নিজের দুশ্চিন্তার কথাও জানান শামারুহ।
 

তিনি স্পষ্ট করে বলেন, প্রতিশোধের রাজনীতি নয়—মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাজীবন একটাই লক্ষ্য সামনে রেখেছেন, তা হলো গণতন্ত্র এবং সাধারণ মানুষের উন্নয়ন।
 

পোস্টের শেষাংশে শামারুহ লেখেন, বাবার জীবন তার নিজের কিংবা পরিবারের জন্য নয়, বরং দেশের সাধারণ মানুষের জন্যই নিবেদিত। জন্মদিনে তিনি বাবাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “মানুষটা তার যৌবন দিয়েছেন এই দেশের সাধারণ মানুষের জন্য। এই শেষ বয়সে এসে গণতন্ত্রের জন্য লড়ছেন। দৃঢ় সংকল্পে দাঁড়িয়ে আছেন। হ্যাপি বার্থডে আব্বুজি।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬