সাপের কামড়ে পুজোর ফুল তুলে আসা গৃহবধূর মৃত্যু

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-
নোয়াখালীর সুবর্ণচরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুজোর জন্য ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে সন্ধ্যা রাণী দাস (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গত বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামে এই ঘটনা ঘটে। সন্ধ্যা রাণী দাস উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি দুই সন্তানের জননী হয়েও অকালে মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে ফুল তুলতে গিয়ে ধানখেতের আইলে সন্ধ্যা রাণীর বাম পায়ে সাপে দংশন করে। তাত্ক্ষণিকভাবে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলেও পথিমধ্যেই তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানিয়েছেন, পুলিশকে এখনও পর্যন্ত নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫