|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩০ অপরাহ্ণ

সিলেট মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা


সিলেট মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা


সিলেট মহানগর শাখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ২৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে সোমবার এ কমিটি প্রকাশ করা হয়। এর আগে রোববার, সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেন।
 

ঘোষিত কমিটিতে:
আহ্বায়ক: শাবিপ্রবি শিক্ষার্থী দেলোয়ার হোসাইন
সদস্য সচিব: মদন মোহন কলেজের শিক্ষার্থী তামিম আহমেদ
মুখ্য সংগঠক: এমসি কলেজের শিক্ষার্থী হাসান আহমদ চৌধুরী মাজেদ
মুখপাত্র: মদন মোহন কলেজের শিক্ষার্থী মো. রিয়াদ হোসেন

 

কমিটিতে আরও ১৯ জন যুগ্ম আহ্বায়ক, ২৩ জন যুগ্ম সদস্য সচিব, ৩০ জন সংগঠক এবং ১৭৭ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
 

📌 বিভিন্ন কলেজের ১৯ জন যুগ্ম আহ্বায়কের তালিকায় রয়েছেন:
মাহফুজুর রহমান সাকের, লুৎফুর রহমান, ফাহিমা আক্তার, সায়মন সাদিক জুনেদ, মুহাম্মাদ বিজয় খান, মোহাম্মদ জিয়াদ উল ইসলাম, সালমা বেগম, রুহুল আমিন, ফুয়াদ হাসান, তৈয়বুর রহমান তুহিন, আলি নেওয়াজ, মো. হালিম, আব্দুস ছামাদ সাদ্দাম, আতাহার আলী রাহাত, মো. জুবায়ের আহমদ, রেদোয়ান হোসেন শাওন, মো. জবরুল ইসলাম রায়হান ও শাহাবুদ্দিন খান।

 

সংগঠনটি ছাত্র অধিকার ও বৈষম্যবিরোধী নীতির বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫