|
প্রিন্টের সময়কালঃ ১০ জানুয়ারি ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৬ অপরাহ্ণ

অবশেষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু একাডেমিক কার্যক্রম


অবশেষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু একাডেমিক কার্যক্রম


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) শিক্ষার্থীদের ভর্তির মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখা হয়েছে।
 


বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছর ৮০ আসনে ভর্তির সুযোগ থাকলেও প্রথম পর্যায়ে এগ্রিকালচার অনুষদে ৩২ জন এবং ফিশারিজ অনুষদে ২২ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। ফাঁকা আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সুযোগ থাকবে। অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিতদের আগামী ২২ ডিসেম্বর ভর্তি করা হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
 


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য কুড়িগ্রাম শহরের দক্ষিণে নালিয়ার দোলানামক স্থানে জায়গা নির্ধারণ করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে। কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় এলাকায় প্রশাসনিক ভবন এবং শহরের টেক্সটাইল মোড় সংলগ্ন স্থানে একাডেমিক ভবন ভাড়া নেওয়া হয়েছে।

 

শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মাইমানি বলেন, আমি কৃষি অনুষদে ভর্তি হলাম। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচ হিসেবে নিজেকে খুবই ভালো লাগলো। নিজের ও বিশ্ব বিদ্যালয়ের সম্মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি সে চেষ্টা থাকবে সব সময়।

 

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, শিক্ষার্থী ভর্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কানেকটিভিটি রেখে শিক্ষাব্যবস্থার সমতা রাখার চেষ্টা থাকবে। আশা করি জেলার আর্থসামাজিক উন্নয়নের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়টি বিশেষ অবদান রাখবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫