নরসিংদীর ঘোড়াশালে মেয়ের ওড়না গলায় পেঁচিয়ে এক বাবার আত্মহত্যা

নরসিংদী প্রতিনিধি:-
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ফয়সাল (২৮) নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক গ্রামে নিজ বাড়ির উঠানে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফয়সাল ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার সংসারে স্ত্রী, সাত বছরের একটি ছেলে ও চার বছরের একটি মেয়ে রয়েছে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জেরে ফয়সাল তার স্ত্রীকে মারধর করেন। পরে স্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে গভীর রাতে বাসায় ফেরেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। রাতে কোনো এক সময় মেয়ের ওড়না গলায় পেঁচিয়ে বাড়ির উঠানের সামনের একটি আমগাছের ডালে ফাঁস নেন তিনি।
পরদিন সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইউসুফ মিয়া বলেন, “ফয়সাল মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫