|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৫ ০৩:৪১ অপরাহ্ণ

সিএমপি বিভিন্ন থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের আরো ৩১ নেতাকর্মীকে আটক


সিএমপি বিভিন্ন থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের আরো ৩১ নেতাকর্মীকে আটক


ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম মহানগরীর  বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগের আরও ৩১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
 

দিবাগত রাত ১টা থেকে রবিবার (২ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 

আটকৃতরা হল-মো. মানিক (৪৩), মো. আক্কাস প্রকাশ মিন্টু, অভয় দত্ত (৩৯), মো. জাহিদুল ইসলাম কায়সার (৪২), মো. নুর নবী (৩৮), মো. রফিকুল ইসলাম (২২), মো. আরিফুল ইসলাম (৩০), মো. শাহীন আলম (২৬), মো. বাবুল শেখ প্রকাশ বাবু (২৯), মো. আব্দুল করিম (১৯), মো. আব্দুল বাবু (১৯), মো. সাঈদ (২০), মো. বাদশা (১৯), আকরাম (৫৩), বন্দর থানা ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. ছালে জংগী (৬০)।

ইপিজেড থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মো. মহিউদ্দিন (৩০), মো. মহিউদ্দিন (৪৫)।

কর্ণফুলী থানার চর পাথরঘাটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আবুল কালাম রকি (৩২), নিজাম উদ্দীন রুবেল (৩৫), মো. রাকিব হাসান বাবু (২৭), আবদুল্লাহ আল সায়েম রাব্বী প্রকাশ সোহেল (২৫), মো. মঈন উদ্দিন (২৫), মো. আসিফ (২০), মো. সাহেদ (২৬), মহিউদ্দিন প্রকাশ মমিন সরকার (২৮), মোহাম্মদ আকবর (২২), মো. ইমরান (১৯) ও মো. আশিকুর রহমান (২৫), মো. বাবু (২৪), মো. সালাম (২০), ও ৩১। সাজ্জাদ হোসেন রায়হান (২০)।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩১ জনকে গ্রেপ্তার করা রয়েছে। 

ধৃতদের সবাই কে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সিএমপি সদর দপ্তর সূত্রে জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫