|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৫ ০২:২৭ অপরাহ্ণ

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন


রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন


রাজশাহী ব্যুরো:-

 

রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস এবং বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 

পশ্চিমাঞ্চল রেলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল সমকালকে জানিয়েছেন, শনিবার রাত ১০টার দিকে তদন্ত কমিটি গঠন করা হয়।
 

তদন্ত কমিটির সদস্যরা হলেন:
১. বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন
২. মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিষ কুমার মণ্ডল
৩. বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল

 

ঘটনাটি ঘটেছিল শনিবার দুপুর পৌনে দুইটার দিকে, যখন বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আসছিল এবং ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকার কারণে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের দুটি কোচ লাইনচ্যুত হয় এবং চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে বিকেলে উদ্ধারকারী ট্রেন এসে ট্রেন দুটি সরিয়ে নেয় এবং ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করা হয়।
 

ঘটনার কারণে, পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ৪টার পরিবর্তে সাড়ে তিন ঘণ্টা দেরিতে, সন্ধ্যা সাড়ে সাতটায় রাজশাহী থেকে ঢাকার পথে রওনা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫