|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৫ ০৫:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৭ অপরাহ্ণ

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে না রাখার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ


ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে না রাখার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ


শরীয়তপুর প্রতিনিধি:-

 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করে ঢাকার সঙ্গেই রাখার দাবিতে শরীয়তপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
 

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
 

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সরকার দুটি নতুন বিভাগ—ফরিদপুর ও কুমিল্লা—গঠনের ঘোষণা দেয়। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। এ ঘোষণার পর থেকেই শরীয়তপুরের বিভিন্ন সংগঠন এ সিদ্ধান্তের বিরোধিতা করছে।
 

২০১৫ সালেও ফরিদপুর বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হলে ‘জাগো শরীয়তপুর’ একই দাবিতে আন্দোলন করেছিল। এবারও তারা সংবাদ সম্মেলন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করছে। আজকের বিক্ষোভে কয়েক শ মানুষ অংশ নেয় এবং চৌরঙ্গী মোড়ে সড়কের ওপর বসে অবস্থান নেয়। এ সময় দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
 

আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে জেলা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবির, সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
 

আন্দোলনকারীদের দাবি, ঢাকার দূরত্ব শরীয়তপুর থেকে কম এবং জেলার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ঢাকাকেন্দ্রিক। ফরিদপুর তুলনামূলক দূরে হওয়ায় শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত করলে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে নামবেন।
 

‘জাগো শরীয়তপুর’-এর আহ্বায়ক আমিন মোহাম্মদ বলেন,
“আমরা ঢাকার সঙ্গেই থাকতে চাই। ভৌগোলিক অবস্থান, দূরত্ব, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার স্বার্থে শরীয়তপুরকে কোনোভাবেই ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত হতে দেওয়া হবে না। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন করা হবে।”

 

পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন জানান, আন্দোলনকারীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করলেও পুলিশি অনুরোধে পরে সরে যায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫