চাঁদপুরে ২০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০ মামলার পলাতক আসামি মো. রাসেল মিয়াজী (৪০) গ্রেপ্তার হয়েছেন। তিনি ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাই মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
রোববার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক।
গ্রেপ্তারকৃত রাসেল মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহমেদ। সঙ্গীয় ফোর্স নিয়ে সফলভাবে এই অভিযান পরিচালনা করেন তিনি।
ওসি রবিউল হক জানান, ২০টি মামলার আসামি রাসেল মিয়াজী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫